Ticker

6/recent/ticker-posts

How To Bypass BDIX Speed


How To Bypass Global Speed Bandwidth To BDIX Speed


What is BDIX?


BDIX এর পূর্ণরূপ হল Bangladesh Internet Exchange. BDIX এক ধরনের ভার্চুয়াল নেটওয়ার্ক তৈরি করে যার মাধ্যমে আপনি খুব সহজেই তাদের সার্ভার থেকে যে কোন ফাইল অনেক কম সময়ে অনেক দ্রুত গতিতে ডাউনলোড করতে পারবেন ।

What is BDIX speed?


The service offers interface speeds of 100 Megabit per second Ethernet (ME), 1 Gigabit per second Ethernet (GE), or multitudes of these speeds in aggregated set-up. BDIX offers high quality services over a technologically advanced and resilient platform supported by a professional and efficient personnel.

যারা ব্রডব্যান্ড ইউজার রয়েছেন তাদের কাছে BDIX কথাটি বেশ পরিচিত এবং আমাদের সবাই (ব্রডব্যান্ড ইউজার) কম বেশি BDIX এর সার্ভারগুলো ব্যবহার করে থাকি। আর সার্ভার থেকে কোনো কিছু নামালে লক্ষ্য করে দেখবেন যে রকেটের গতিতে ডাউনলোড হয়ে থাকে। আবার দেখবেন যে ইউটিউবে/নেটফ্লিক্সে ভিডিও দেখার সময়ও দেখবেন যে স্পিড অটো বেড়ে যায়!

কিন্তু কেন?

এছাড়াও অনেক ISP গুগলের ক্যাশ সার্ভার ব্যবহার করে বিধায় গুগল ড্রাইভ থেকেও আপনি বেশি স্পিড পেয়ে থাকেন।

কিন্তু আমি এখন যদি বলি এই স্পিডটি যদি সম্পূর্ণ সিস্টেমেই টানেল করে নেন তাহলে কেমন হবে!?
মানে নরমাল ডাউনলোড করলেও আপনি BDIX এর স্পিডে ফাইলটি নামাতে পারবেন।

বি:দ্র: যাদের ISP থেকে বিডিআইএক্স এর জন্য আলাদা স্পিড দেওয়া নেই তাদের ক্ষেত্রে এই পদ্ধতি কাজ করবে না।

Step for PC users


প্রথমে আপনাকে Proxifier নামক একটি ছোট্ট টুল ডাউনলোড করে নিতে হবে।

Download Proxifier Standard Edition [ Key is included to register full version ]

  1. Open Proxifier and register.
  2. Click "Profile" in Proxifier menu bar and select "Proxy servers".
  3. Now click add and fill the blanks with Bangladesh SOCKS4 server.



এখানে আমি আগে থেকেই বাংলাদেশ এবং SOCKS4 সার্ভার দিয়ে রেখেছি । এড করার সময় খেয়াল রাখবেন যাতে নিচের Use SOCKS 4A extension বক্সে টিক দেওয়া থাকে।

এখন বাংলাদেশের সার্ভার কই পাবেন?

সবচেয়ে ভাল সাইট হচ্ছে- ProxyDB

নিচের লিংকে ক্লিক করুন:

http://proxydb.net/?protocol=socks4&country=BD

আপনি শুধু রিফ্রেশ বাটনে ক্লিক করবেন। তাহলে দেখবেন যে দেশের অনেক ISP এর আইপি লিস্ট আকারে আপনার সামনে চলে এসেছে।

লিস্ট থেকে যে আইপির RTime সবথেকে কম সেটা বেছে নিন। এবার আপনি Server কপি করে নিয়ে Proxifier এ এড করে দিন।

আপনি চাইলে অন্য সাইট থেকেও খুঁজে নিতে পারেন তবে মনে রাখবেন তা যেনো বাংলাদেশের হয় এবং SOCKS4 ভার্সন হয়।

4. Click "Profile" in Proxifier menu bar and select "Proxification Rules". তারপর Default এর ঘরে দেখবেন Direct দেওয়া থাকবে। সেখান থেকে আপনি যে Server সেট করেছেন সেটা সিলেক্ট করে দিয়ে ওকে দিয়ে বেরিয়ে আসুন।
Done...


যাই হোক, পিসি ব্যবহারকারীদের জন্য আমি বিশেষ BDIX প্রক্সি প্রোফাইল ফাইল তৈরি করেছি। সুতরাং আপনি ফাইলটি ডাউনলোড করতে পারেন এবং প্রক্সিফায়ারে প্রোফাইল আমদানি করতে পারেন। প্রতিটি প্রক্সি পরীক্ষা করা হয়েছে. তাই আপনার ISP এর উপর ভিত্তি করে প্রক্সি পরিবর্তন করুন।


The password of file is- megabdwap






Proxifier কে মিনিমাইজ করে রাখুন। কেটে দিবেন না। মিনিমাইজ করে এবার নরমাল কিছু ডাউনলোড/ আপলোড করুন এবং BDIX এর মজা নেন।

Step for Mobile users


Method for rooted devices only


You can use ProxyDroid - Apps on Google Play and do the settings like-

Host, Port
Proxy type- SOCKS4

Method for rooted or unrooted devices


You can use Turbo VPN Premium or Panda VPN Premium or any other pro version of VPN which includes BD server.

Just open Turbo VPN Pro or Panda VPN Pro or any other VPN and connect Bangladesh VIP Server and enjoy BDIX speed.

Hope you will enjoy high speed internet all the time. If you face any problem comment here or contact with me in Facebook.


Thanks for visiting.  

Post a Comment

0 Comments